রাজবাড়ীর কল্যাণপুরে দু’টি বাসের সংঘর্ষে গার্মেন্সকর্মীর হাত বিচ্ছিন্ন
- Update Time : ০৯:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ২১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দু’টি বাসের সংঘর্ষে এক গার্মেন্সকর্মীর হাত বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
আহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের আনসার বিশ^াসের মেয়ে ঢাকার সাভারের গার্মেন্সকর্মী সাহিদা বেগম (৩০), আল্লার দরগার মাসুদ (৪৫), দৌলতপুরের চিলমারীর মোজাম্মেল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩৫), তার স্ত্রী রেশমা (৩০), একই গ্রামের ইউসুফের স্ত্রী জুলেখা (৫৫)। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গার্মেন্সকর্মী সাহিদা বেগমের ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার কল্যাণপুর এলাকায় কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী পদ্মা-গড়াই ও রোজিনা পরিবহনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ইমরান হোসেন বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পদ্মা-গড়াই বাসটি দৌলতদিয়া যাচ্ছিল। কল্যাণপুর এলাকায় রোজিনা পরিবহনের সাথে সাইড দিতে গিয়ে সংঘর্ষ হয়। এতে তিনি সহ অন্তত ২০জন যাত্রী আহত হন।
হাত বিচ্ছিন্ন গার্মেন্সকর্মী সাহিদা বেগম বলেন, তিনি সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের ছুটিতে বাড়ীতে আসছিলেন। কর্মস্থলে ফেরার পথে এ দুঘর্টনা ঘটেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ শারমিন জাহান বলেন, হাসপাতালে এ পর্যন্ত ৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজনের ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পদ্মা-গড়াই ও রোজিনা পরিবহনের সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে সবাইকে সরিয়ে দিয়ে চলাচল স্বাভাবিক করা হয়েছে। এতে আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাস দু’টি আটক করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়