দৌলতদিয়ার পদ্মায় ৩৮ কেজি ওজনের বাঘাইড়, বিক্রি হলো অর্ধ লক্ষ টাকায়
- Update Time : ১০:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৫৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে আক্কাস হলদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় ঢাকার এক বড় ব্যবসায়ী কিনে নেয়।
এরআগে সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটের অদূরে আক্কাস হলদারের বড় ফাসন জালে মাছটি ধরা পরে।
জানাযায়, ভোরে দৌলতদিয়া ৬ ও ৭ নম্বর ফেরি ঘাট এলাকায় জাল ফেলে জেলে আক্কাস হলদার সহ তার সহযোগিরা। সকাল ১০টার দিকে জাল টানতেই বড় কিছু একটা জালে আটছে বুঝতে পারেন। এসময় সবাই মিলে সাবধানে জাল ওপরে তুলে দেখেন বিশাল আকৃতির একটি বাঘাইড়।
পড়ে মাছটি ওই জেলে বিক্রির উদ্দেশ্যে দৌতলদিয়া ফেরি ঘাটের বাবু সরদারের আনলে একটু লাভের আশায় উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৩শ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪শ টাকায় ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট মোঃ শাজাহান শেখ কিনে নেন।
এ সময় বিশাল অআকৃতির এই মাছটি দেখতে ভির করেন উৎসুক জনগন।
মাছ ব্যবসায়ী সম্রাট মোঃ শাজাহান শেখ জানান, একটু লাভের আশায় ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছটি কিনে মোবাইল ফোনে দেশের বিভিন্নস্থানের বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেন। পরে কেজিতে ৫০টাকা লাভে ১ হাজার ৩৫০টাকা কেজি দরে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছেন। এখন পদ্মায় মাঝে মধ্যেই বাঘাইড়, বোয়াল, পাঙ্গাস, চিতল, ঢাই সহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পরে। এবং পদ্মার মাছ খুব সুস্বাধু হওয়ায় দ্রুত সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, মাঝে মধ্যেই জেলের জালে বড় বড় বাঘাইড়, পাঙ্গস, রুই, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরে। এসব মাছ নদীর তলদেশে বসবাস করে। খাবারের সন্ধানে ওপরে আসলে জেলেদের জালে আটকা পড়ে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়