রাজবাড়ী সদর হাসপাতালে দায়িত্ব অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

- Update Time : ০২:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক সহ অন্যান্যদের কর্তব্য অবহেলায় শাজাহান মৃধা (৫০) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি রাজবাড়ী জেলা জজ আদালতে সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।
মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌর সভার ভবানীপুরের কেসমত মৃধার ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, জরুরী বিভাগের চিকিৎসক ও অন্যান্যদের দায়িত্ব অবহেলার কারণেই এই রোগীর মৃত্যু হয়েছে। সামান্য বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগ আসার পর অক্সিজেন দিয়ে কিছুক্ষণ পর খুলে অক্সিজেন ছারাই ওয়ার্ডে পাঠানো হয় । মূলত অক্সিজেন না দেওয়া ও দ্বায়িত্ব অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসায় কোন অবহেলা বা ত্রুটি থেকে থাকে, তাহলে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়