গোয়ালন্দে সার পাচারের অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
- Update Time : ১১:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দে সার পাচারের অভিযোগে রাসায়নি সার বিপননকারী প্রতিষ্ঠান মেসার্স খন্দকার ফারুক’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে গোয়ালন্দ বাজারের সার ডিলার নিয়ম বহির্ভূতভাবে উপজেলার বাইরে অন্যত্র সার পাচারকালে হাতেনাতে ৪০ বস্তা ইউরিয়া সার সহ ডিলারকে আটক করা হয়। এসময় ‘মেসার্স খন্দকার ফারুক’ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খন্দকার ফারুক হোসেনকে ভ্রাম্যমান আদালত আইন, ২০০৯ এর তফসিল ভুক্ত অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ৪০ বস্তা ইউরিয়া সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেয়া হয়। প্রকৃত কৃষকের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমাদানের আদেশ দেয়া হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, সার নিয়ে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়