রাজবাড়ীতে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ
- Update Time : ০৯:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী (১৭) কে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে বৃহস্পতিবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাজবাড়ী জেলা শহরের ৩নং বেড়াডাঙ্গা গ্রামের মোঃ শামীম শেখের ছেলে মোঃ আজিম শেখ (২১) কে আসামি করা হয়েছে।
ওই ছাত্রী জানায়, মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করাকালিন প্রায় ৮ মাস পূর্বে আজিম শেখের সাথে তার পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে বেড়ানোর কথা বলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিগত বছরের ১০ সেপ্টেম্বর দুপুরে তাকে ৩নং বেড়াডাঙ্গার বাড়ীতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এর পর থেকে মাঝে মধ্যেই ওই বাড়ীতে নিয়ে তাকে ধর্ষণ করে। সর্বশেষ ১২ মার্চ সকালে ওই বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। ওই সময় তিনি বিয়ে করার জন্য চাপ দিলে তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় আজিম। একই সাথে খুন, জখম ও হত্যার পর লাশ গুমের হুমকিও প্রদান করে। বিষয়টি তিনি বাড়ীতে ফিরে এসে স্বজনদের জানান এবং রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়