মা ইলিশ রক্ষা অভিযান, গোয়ালন্দে ৫৫৯ জেলে পেল খাদ্য সহায়তার চাল
- Update Time : ০৭:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নিবন্ধনকৃত ৫৫৯ জন জেলের মাঝে ২৫ কেজি করে (খাদ্য সহায়তা) চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা প্রমূখ।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, ইলিশ-সম্পদ রক্ষায় সরকার জেলেদের মাঝে খাদ্য সহায়তা (চাল) বিতরণ করছেন। এতে করে কোন জেলেই যেন অবৈধ ভাবে নদীতে মাছ শিকার না করে। অভিযান চলাকালে মা ইলিশ সহ সব ধরনের মাছ ধরা থেকে সকল জেলেদেরকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নে পদ্মা নদীতে মা ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই ২২ দিন ইলিশ রক্ষায় অভিযান অব্যহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়