রাজবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৬
- Update Time : ০৮:১০:২২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন নেতৃত্বে থানার এসআই খোকন চন্দ্র দাশ, এসআই এ.এস.এম ইছা খান ও এসআই আব্দুল কাদেরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ গ্রহণ করে।
গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ নূরে আলম নাঈম (২২), পিতা-মৃত ডাঃ আব্দুল গনি হাওলাদার , গ্রাম- দক্ষিণ ভবানীপুর, মোঃ খোকন মিয়া (২২), পিতা-আছের খাঁ, গ্রাম- চর আফড়া, আইনউদ্দিনের বাড়ীর পাশে, মোঃ রনি খান(২০), পিতা- মোঃ আব্দুল মমিন, গ্রাম- চর আফড়া, সোলায়মানের বাড়ীর পাশে, মোঃ আকাশ সরদার (২২), পিতা- মোঃ কাজেম সরদার, গ্রাম- চর লক্ষীপুর, মোঃ হযরত শেখ(২২), পিতা-মোঃ মজিবর শেখ (ঘোড়াওয়ালা), গ্রাম- মাধবতলা, সান্দিয়ারা, পোঃ বানীবহ, উভয় থানা ও জেলা- রাজবাড়ী, এবং মোঃ রুহুল আমিন (৪১), পিতা-মৃত হাজী ফজলু মিয়া, মাতা- মাজেদা বেগম, গ্রাম- মর্দনপুর, (ইউপি- মুরাদপুর), উপজেলা/থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ, বর্তমান: গ্রাম- নাতিরাবাদ (হোল্ডিং নং ৩০২৯, হবিগঞ্জ পৌরসভা), উপজেলা/থানা- হবিগঞ্জ সদর, জেলা –হবিগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়