চট্রগ্রামে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
- Update Time : ০৬:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ২৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানির উপর দূর্বৃত্তের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী শাহাবুদ্দিন সহ সকল হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী) বিকালে রাজবাড়ীতে কর্মরত এলজিইডি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
জেলা এলজিইডি কার্যালয় সংলগ্ন রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাশে আয়োজিত এ মানববন্ধনে বক্তৃতা করেন, রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফ হোসেন, সহকারী প্রকৌশলী একেএম রফিকুল ইসলামসহ এলজিইডি’র অন্যান্য কর্মকর্তারা।
বক্তরা মোঃ গোলাম ইয়াজদানির উপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত রবিবার বিকালে চট্টগ্রামে এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর ওপর সন্ত্রাসী হামলা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়