রাজবাড়ীতে ৪৩ জন কৃতি শিক্ষার্থী ও অভিভাবককে সংবর্ধনা
- Update Time : ১০:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষার্থীদের উৎসাহিত করতে রাজবাড়ী-কুষ্টিয়া সহ ৪ অঞ্চলের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ রেজাল্ট অধিকারী ৪৩ জন কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদেরকে রাজবাড়ীতে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সিএসএস-এমএফপি’র আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় রাজবাড়ী, কুষ্টিয়া, ফরিদপুর ও ঝিনাইদাহ অঞ্চলের ১১ জন এসএসসি ও ৩২ জন এইচএসসি পরীক্ষায় কৃতকার্য কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করে সংবর্ধিত করা হয়।
সিএসএস-এমএফপি’র রাজবাড়ী জোনের জোনাল ম্যানেজার গৌর চন্দ্র পালের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সিএসএস-এমএফপি’র রাজবাড়ী ও যশোর জোনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুজ্জামান, সিএসএস-এমএফপি’র রাজবাড়ী অঞ্চলের আরএম শ্রীবাস চন্দ্র বিশ্বাস, সিএসএস-এমএফপি’র ফরিদপুর অঞ্চলের আরএম তারিকুল ইসলাম, সিএসএস-এমএফপি’র কুষ্টিয়া অঞ্চলের আরএম ডালটন হালদার, সিএসএস-এমএফপি’র ঝিনাইদাহ অঞ্চলের আরএম নরহরি হালদার, রাজবাড়ীর জোনাল একাউন্স এন্ড মনিটরিং অফিসার অচিন্ত বিশ্বাস, রাজবাড়ীর বিএম মিরান হোসেন, আইটি অফিসার মফিজুল ইসলাম খলিলপুর বিএম মিঠু খান প্রমূখ। এ সময় অভিভাবক আনোয়ার হোসেন, সুবির কুমার দাস, নুর ইসলাম ও শিক্ষার্থী সেজুতি শ্রেয়া দৃষ্টি, আসিফ আব্দুল্লাহ তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন।
শিক্ষার্থীরা বলেন, এরকম সংবর্ধনা পেয়ে তারা অত্যন্ত খুশি। আগামী এরকম অনুষ্ঠানে আসতে তাদের মধ্যে প্রতিযোগিতাও বাড়বে। তারাও উৎসাহিত হচ্ছে।
অভিভাবকরা বলেন, এখান থেকে তারা অনেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। তাছাড়া তাদের সন্তানরা এর মাধ্যমে উপবৃত্তি পেয়েছে। এছাড়া সংবর্ধনা সহ নানা ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়। আজকের এ সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনে উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে।
রাজবাড়ী ও যশোর জোনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুজ্জামান, রাজবাড়ী অঞ্চলের আরএম শ্রীবাস চন্দ্র বিশ্বাস বলেন, তারা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য সহ অসহায় বেকারদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করেন। শিক্ষার্থীদের সামনে অনেক সমস্যা আসবে। সে সমস্যার সমাধান তাদেরই করতে হবে। আর শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই সংবর্ধনার আয়োজন করেছেন। এছাড়া উচ্চ শিক্ষাবৃত্তিও তারা দিয়ে থাকেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা বলেন, একটি ভাল দেশ গড়তে হলে শিক্ষিত জাতি গড়তে হবে । সরকারের পাশাপাশি এখন এনজিও সংগঠন গুলো শিক্ষা নিয়ে কাজ করছে। আজ যারা সংবর্ধিত হলো। তারা অর্জন করেছে বিধায় আজ সংবর্ধনা পাচ্ছে। অনেকেই ভাল রেজাল্ট করেও নানা সমস্যায় কাঙ্খিত লক্ষে পৌছাতে পারছে না। ওই রকম শিক্ষার্থীদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। এ জন্য সেবামূলক সংগঠন, এনজিও সহ অন্যান্যদের ভূমিকা রাখতে হবে।
রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ^াস বলেন, আজকের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করা। শিক্ষার্থীদের এ প্রেরণা কাজে লাগাতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়