প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে টিপুর মামলা
- Update Time : ০৬:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি ও উস্কানীমূলক এবং মানহানীকর বক্তব্যে প্রদান করায় রাজবাড়ী আদালতে বিএনপির ৫ নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানী মামলা দায়ের হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ীর ২নং আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।
মামলার আসামীরা হলেন, রাজশাহীর চারঘাট থানার মাড়িয়া গ্রামের সাত্তার প্রামানিকের ছেলে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মোঃ আবু সাঈদ চাঁদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য এ্যাড. নাদিম মোস্তফাসহ অজ্ঞাতনামা ২০-৩০ জন।
ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেন,গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিরুদ্ধে প্রকাশ্যে জনগণের সামনে উস্কানীমূলক এবং মানহানীকর বক্তব্যে প্রদান করাসহ হত্যার হুমকি দেওয়ায় ২০ কোটি টাকার মানহানী মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী বারের আইনজীবি রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং তা এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
আদালতে মামলা দায়েরের সময় স্বাক্ষী অপধ্যাপক নজরুল ইসলাম খান, হারুন-অর রশিদ মানিক, বিএম এহতেশাম, এনায়েত শেখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়