ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ীতে শুভসংঘের সচেতনা মূলক সভা, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন
- Update Time : ০৫:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ২৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী জেলা শহরের লক্ষীকোল বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতি।
বিশেষ অতিথি ছিলেন, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা কবি সালাম তাছির, সহ-সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শামসুল আলম, লক্ষীকোল বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাওন ইসলাম, জেলা ছাত্রলীগের সম্পাদক জাহিদুল ইসলাম, শুভসংঘের সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক মৌসুমি সাথী, প্রচার ও প্রচারনা সম্পাদক নুরুন্নাহার রুপা প্রমুখ। পরে ওই বিদ্যালয়ের দুইশত শিক্ষার্থীকে আমলকি, হরতকি, বহেরা, জলপাই, কাঁঠালসহ ৮ প্রজাতির গাছের চারা তুলে দেয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি চারা রোপন করা হয়।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ডেঙ্গু মশা পরিস্কার পানিতে ডিম দেয়। এছাড়া জমে থাকা পানি থেকে মশার উৎপত্তি হয়। আমাদের ওই সব জমে থাকা পানি নিস্কাশন করতে হবে। বাগান, ড্রেনসহ আশপাশের এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি এখন থেকে দেয়া গাছ গুলো যতœসহকারে রোপন ও পরিচর্যা করতে হবে। অধিক পরিমানে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়