গোয়ালন্দে বাস চাপায় ফল বিক্রেতা ভ্যান চালক নিহত
- Update Time : ০৫:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ৩৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় দ্রুতগতি বাস চাপায় ফজর আলী শেখ (৩৬) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাচেন মোল্যার পাড়ার জেন্নোত আলীর ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ফজর আলী শেখ ভ্যানে বিভিন্ন ফল নিয়ে নানা স্থানে ফেরি করে বিক্রি করত। শুক্রবার তিনি দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাজারের দিকে আসার সময় গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির দর্শনা ডিলাক্সের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদশীরা অভিযোগ করেন, বাসটি নিয়ম ভেঙে ডান পাশ দিয়ে আসছিল। যে কারণে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের ভগ্নিপতি ও দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গফুর খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে দৌলতদিয়ায় আটক করা হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়