গোয়ালন্দ ও বালিয়াকান্দি থানার ওসি’র নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ

- Update Time : ০৯:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ৬২ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। এই চক্রটি শুক্রবার জেলার গোয়ালন্দ ঘাট ও বালিয়াকান্দি থানার ওসি’র সরকারী নম্বর ক্লোন করে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের কাছে টাকা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে সকলকে সকর্ত করে থানা পুলিশ। স্ট্যাটাসে গোয়ালন্দ ঘাট থানার ওসি জানায়, ‘আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু অসাধু চক্র প্রার্থীদের নিকট আমার সরকারী নম্বর ০১৩২০১০১৪৪৭ ক্লোন করে টাকা চাচ্ছে এবং কতিপয় প্রার্থী প্রশাসন তার পক্ষে আছে বলে অপপ্রচার চালাচ্ছে মর্মে জানা যায়। আমরা কখনোই এ ধরনের টাকা চাই না এবং চাইব না। ভোটারগন সম্পূর্ণ স্বাধীন ভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমরা ভোটারদের স্বাধীন ভাবে ভোটাধিকার প্রয়োগে আইনি সহায়তা প্রদান করব। তাই সকলকে এ ধরনের অসাধু চক্রের বিষয়ে সতর্ক থাকার জন্য এবং যেকোন ধরনের অপপ্রচার/গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ইতিমধ্যে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন কারী একজন প্রার্থীর কাছে তার সরকারী নম্বর ক্লোন করে টাকা চাওয়া হয়েছে। প্রতারক চক্রটির ব্যাপারে সকলকে সচেতন করতে এই স্ট্যাটাসটি পোস্ট করেছেন।
অপরদিকে জেলার বালিয়াকান্দি থানার ওসির নম্বরও ক্লোন করে জেলাপরিষদ নির্বাচনে অংশগ্রহন কারী প্রার্থীর কাছে টাকা দাবি করেছে প্রতারক চক্র। এ বিষয়ে বালিয়াকান্দি থানার ফেসবুক আইডিতে একই ধরনের স্ট্যাটাস পোস্ট করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান প্রতারক চক্রটি সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানিয়ে বলেন, একজন প্রার্থীর কাছে তার সরকারী নম্বর ক্লোন করে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে সবাইকে সতর্ক করতে ফেসবুকে পোস্টটি দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়