রাজবাড়ীর সাবেক এমপি ওয়াজেদ চৌধুরীর ৩১তম মৃত্যু বার্ষিকী পালন
- Update Time : ০৭:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৭৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর ৩১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওয়াজেদ চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত নারী আসনের এমপি ও ওয়াজেদ চৌধুরীর কন্যা সালমা চৌধুরী রুমা, সংরক্ষিত নারী আসনের এমপি খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, মোঃ ফকরুজ্জামান মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, এ্যাডঃ সফিকুল আজম মামুন, এ্যাডঃ রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী শেখ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ প্রমূখ।
সভায় বক্তারা এ্যাডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর কর্মময় জীবন তুলে ধরেন। তিনি সব সময় সাধারন মানুষের পক্ষে কথা বলেছেন ও কাজ করেছেন। এবং ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ।
সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়