রাজবাড়ী থিয়েটারের ৪ যুগপূর্তিতে চারদিন ব্যাপি নাট্যোৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন
- Update Time : ০৭:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
” নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার” এই প্রতিপাদ্যে রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চারদিন ব্যাপি নাট্যোৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাড়ী থিয়েটারের আয়োজনে জলা শহরে থিয়েটারের ঘরছাড়া কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাূুজ্জামান চৌধুরী বাবলার সভাপতিত্বে সাংবাদিক সম্মলনে বক্তব্য রাখেন রাজবাড়ী থিয়েটারের সাধারন সম্পাদক, ফয়েজুল হক কল্লোল, আহব্বায়ক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্রশীল চন্দন, রাজবাড়ী থিয়েটারের সহ-সভাপতি কাজী মিজানুর রহমান পলাশ প্রমূখ।
আগামী ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চারদিন ব্যাপি নাট্যোৎসব শুরু হবে।প্রথম দিন সকালে আনন্দ শোভাযাত্রা,ও উদ্বোধন করা হবে।বিকালে গুনিজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।ধারাবাহিক ভাবে শুক্র,শনি ও রবিবারে সাতটি নাটক মঞ্চায়িত করবে বিভিন্ন নাট্যদল।সমাপনি অনুষ্ঠান রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হবে প্রয়াত নাট্যকর্মি কমরেড রেজাউল করিম রেজা’র স্মরনে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়