রাজবাড়ীর ৪ ইউপি সচিব বরণ ও ২০ জনকে বিদায় সংবর্ধনা
- Update Time : ০৩:১০:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১১৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ২০জন অবসরপ্রাপ্ত ও ৪জন নবাগত ইউপি সচিবকে বরণ ও বিদায় সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি জেলা শাখা।
শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জেলার নবাগত ইউপি সচিবগণের বরণ ও অবসরপ্রাপ্ত ইউপি সচিবগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ টুকু মিজি। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইব্রাহিম সরদার, অবসরপ্রাপ্ত সচিব মোঃ আকমল হোসেন প্রমুখ। পরে নিহত ইউপি সচিবদের আতœার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় অবসরপ্রাপ্ত ২০ জন সচিব ও নবাগত ৪ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়