রাজবাড়ীর শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- Update Time : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালন করি হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও পরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি’র রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম রাব্বানী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক। উপস্থাপনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশনআরা মোস্তফা মিতা।
প্রতিযোগিতার চিত্রাংকন ক বিভাগে প্রথম আয়ন, দ্বিতীয় হাবিবা এবং তৃতীয় যৌথ ভাবে তাসমিয়া ও মেহজাবিন রাইনা। ক বিভাগের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম ফাতেমা ফেরদৌস খান, দ্বিতীয় জান্নাতুল জিনিয়া রোজ ও তৃতীয় তৌফিক রহমান। খ বিভাগের কবিতা আবৃত্তিতে প্রথম মুকিত, দ্বিতীয় তৃষা ও তৃতীয় ফাইম, চিত্রাংকনে প্রথম নুসরাত জাহান নেহা, দ্বিতীয় জুবায়েদ ও তৃতীয় মহিন, রচনা প্রতিযোগিতায় প্রথম নুসরাত জাহান নেহা, দ্বিতীয় তাসফিয়া তাবাচ্ছুম ও তৃতীয় লামিয়া সুলতানা বিজয়ী হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়