যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হলেন রাজবাড়ীর জনপ্রিয় নেত্রী চৈতি

- Update Time : ১০:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ২৫১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, রাজবাড়ীর জনপ্রিয় নারী নেত্রী, যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য কানিজ ফাতেমা চৈতি।
গত রবিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। অনুমোদিত ওই কমিটির সভাপতি আলোয়া সরোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি ও ৩৭ নং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, কানিজ ফাতেমা চৈতি।
রাজবাড়ী বার্তা ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে কানিজ ফাতেমা চৈতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলোয়া সরোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, রাজবাড়ী জেলা যুব মহিলা লীগ ও জেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে, চৈতি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়