রাজবাড়ীর সাংবাদিকদের নবাগত এসপি আবুল কালাম আজাদের মতবিনিময়
- Update Time : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার (এসপি) জি.এম. আবুল কালাম আজাদ মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
ওই সময় পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে তিনি কাজ করবেন। রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি যে রকম অবস্থায় রয়েছে, তার থেকে আরো ভালো অবস্থায় নেয়ার চেষ্টা করা হবে। মাদকের ব্যাপারে কোন আপষ নেই, মাদক নিয়ন্ত্রণে সর্বচ্চ প্রচেষ্টা চালানো হবে। জেলা শহরে যানজট নিরশন কল্পে পদক্ষেপ নেয়া হবে। পাংশায় মোবাইলে চাঁদাবাজীর বিষয়টিও তাদের মাথায় রয়েছে, ওই বিষয়ে কাজ করা হবে।
তিনি আরো বলেন, তার মোবাইল ফোন সব সময় খোলা। যে কোন বিষয় নিয়ে যে কেউ কল করতে পারবে। চেষ্টা করবেন ওই সকল বিষয় নিরশন করার।
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার (এসপি) জিএম আবুল কালাম আজাদ আরো বলেন, প্রথম দিনে তিনি শুধু প্রতিশ্রুতি দিতে চান না, কাজের মাধ্যমে সবার কাছে পরিচিত ও যেতে চান। সে জন্য প্রতিটি ক্ষেত্রে (সাংবাদিক) আপনাদের সহযোগিতা প্রয়োজন। কারণ আপনাদের কাছে সব ধরনের তথ্য থাকে। যে কোন প্রয়োজনে, যে কোন সময় আপনারা পুলিশকে নক করবেন। তবে বখাটে, কিশোর গ্যাং ও মোটর সাইকেল চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ভাবে কাজ করা হবে।
তিনি বলেন, জেলায় যতদিন থাকবেন ততদিন নিষ্ঠা ও সততার সাথে কাজ করবেন। রাজবাড়ী থাকা অবস্থায় এমন কিছু করে যেতে চান, যেন জেলা থেকে বিদায় নেবার পরও সবাই তাকে মনে রাখে। জেলা থেকে মাদক সম্পূর্ণ নিমূল সম্ভব না হলেও একটা নিয়ন্ত্রিত অবস্থায় নিয়ে আসবেন। এছাড়া শতভাগ নাগরিক সেবা নিশ্চিত এবং শহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করবেন। কোন অবস্থাতেই পুলিশের আর্থিক লেনদেন বরদাস্ত করা হবে না।
সভার শুরুতেই সাংবাদিকদের পক্ষ থেকে নতুন পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরআগে (২৭ জুলাই) বৃহস্পতিবার বিকালে নতুন পুলিশ সুপার হিসাবে তিনি রাজবাড়ীতে যোগদান করেন।
মতবিনিময় সভায় রাজবাড়ীর নতুন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, ডিআইওয়ান (ভারপ্রাপ্ত) বিপ্লব কুমার দত্ত চৌধুরী, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জাগোনিউজ ও যমুনা টিভির জেলা প্রতিনিধি সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, চলতি বছরের গত ১৭ জুলাই বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকার বিশেষ পুলিশ সুপার (বিশেষ শাখা) জিএম আবুল কালাম আজাদকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়। রাজবাড়ীর নতুন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ সাতক্ষীরা কালিগঞ্জের বাসিন্দা। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে সন্তানের জনক। একই সময় রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়