ইঞ্জি: মনিরুজ্জামানের ব্যতিক্রমী উদ্যোগ, কালুখালীর ১৫ শতাধিক বিধবা পেলেন শীতবস্ত্র
- Update Time : ০৬:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ২০১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চলতি শীত মৌসুমে হত দরিদ্র বিধবা নারীদের পাশে দাঁড়িয়েছেন ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান। তিনি রাজবাড়ী কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং প্রত্যন্ত চরাঞ্চলের দেড় সহ¯্রাধিক বিধবা নারীর হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দিয়েছেন।
শনিবার প্রায় দিনভর তিনি ওই উপজেলার কালুখালী মহিলা কলেজ মাঠে, তফা দিয়ে গ্রামে, গঙ্গানন্দপুর বাগ পাড়া, হিরু মোল্লার ঘাট, মরগাং চরাঞ্চল, হরিনবাড়ীর চর, মাহেšদ্রপুর চর, মাধবদী চরসহ আশপাশ এলাকায় গিয়ে হাতে হাতে ওই সব কম্বল তুলে দেন।
সে সময় কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ সিকদার মমতাজ আহম্মেদ, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আব্দুল লতিফ মেম্বার, মোহাম্মদ আলী মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কম্বল হাতে পাওয়াবৃদ্ধ বিধবা জুলেখা বিবি বলেন, এবার প্রচন্ড শীত পড়ছে, এই শীতের মধ্যে পুরানো গাঁথা গায়ে দিয়ে এতো দিন ঘুমাতে হয়েছে। কোন জনপ্রতিনিধি, এখনো আসেনি তাদের গরম কাপড় দিতে। তবে ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনিসহ তার মত হাজারো বিধবা উন্নতমানের কম্বল পেয়েছেন। আশা করছেন চলতি শীতে আর তাকে কষ্ট পোহাতে হবে না।
কম্বল বিতরণ শেষে ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান বলেন, হতদরিদ্র এই সব বিধবাদের বেশিরভাগই বয়বৃদ্ধ। এসব বৃদ্ধারা। অনেক ক্ষেত্রেই পারিবারিকভাবে নিগৃহিত। ফলে তারা চলতি প্রচন্ড শীতের মধ্যে অমানবিক ভাবে জীবন-যাপন করছেন। যে কষ্ট থেকে তাদের খানিকটা রক্ষা করতেই এই উদ্যোগ তিনি নিয়েছেন। তার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়