দু’শিক্ষাপ্রতিষ্ঠানে রাজবাড়ীর শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন
- Update Time : ০৯:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ৬৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“শুভ কাজে সবার পাশে”- এ শ্লোগানকে সামনে রেখে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার সকালে রাজবাড়ী জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী শাখার সহ-সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে শুভসংঘের প্রধান উপদেষ্টা কবি সালাম তাসির, উপদেষ্টা ও জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, জেলা শহরের অংকুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুল আলম চৌধুরী ও বাবুপুর কছিমউদ্দিন বিদ্যাপিঠের প্রধান শিক্ষক সেলিনা খাতুন, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, শুভসংঘের সহ-সাধারণ সম্পাদক ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মৌসুমী সাথী, সদস্য ও টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে শতাধিক কাঁঠাল, জাম ও আমলকি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়