রাজবাড়ী সদর উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠান
- Update Time : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ৬৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সামাজিক সম্প্রিতি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনেসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ হল রুমে এ সামাজিক সম্প্রিতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।মানুষকে আজ সৃষ্টিকর্তা বিবেক বুদ্ধি দিয়েছে ভালো ব্যাবহার করার জন্যে। দেশের সব সম্প্রদায়ের লোকজন যেন মিলে মিশে থাকে এটাই কামনা করেন।এই সম্প্রিতি রক্ষায় অগ্রনি ভূমিকা রেখেছেন মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ), মাজিক সম্প্রিতি রক্ষা করতে হলে সবাইকে একাত্বতা প্রকাশ করতে হবে।এই সম্প্রিতি মানুষে মানুষে বন্ধন তৈরী করে।সব শ্রেনী পেশার মানুষকে শৃঙ্খলায় আবদ্ধ করে সামাজিক সম্প্রিতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস,সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরজাহান আক্তার সাথি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি হেদায়পত আলী সোহরাব,সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন কুমার,জেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি জেমস হালদার।অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন খায়ের।
এ সম্প্রিতি সমাবেশে ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য,ইমাম,মুক্তিযোদ্ধা,পুরোহিত,যাজক,পূজা উদযাপন মিটির সভাপতি, সেক্রেটারি,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়