মাতলামি’র অভিযোগে মুন্সিগঞ্জে রাজবাড়ীর ৩ জন গ্রেপ্তার
- Update Time : ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ৯১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাদক সেবনের পর মাতলামি করে জনসাধারণের মধ্যে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা পুলিশ রাজবাড়ী জেলা শহরের ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলে, রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজ রোডের আজিজুল হকের ছেলে মোঃ মাসুদ (৫৫), লিয়াকত চৌধুরীর ছেলে ইলিয়াছ চৌধুরী রাব্বি (৪০) ও ধুঞ্চি ২৮ কলোনীর আব্দুস ছাত্তারের ছেলে মেহেদী হাসান (৩৬)।
বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার শিমুলিয়া রুপসী বাংলা হোটেলের সামনে পাকা সড়কের উপর মাদক সেবণ করে জনসাধারণের বিরক্তিকর শান্তি বিনষ্ট করার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া থানার এসআই মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, নেশাগ্রস্থ হয়ে হৈ হুল্লা করে শান্তি বিনষ্ট করায় ওই ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের ওয়াশ করা হয়। পরে তাদেরকে গ্রেপ্তার করার পাশাপাশি লৌহজং থানায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়