বালিয়াকান্দির ভাইস চেয়ারম্যান, যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
- Update Time : ০৯:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ব্যবসায়ীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান, ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার রাজবাড়ীর ৪ নং আমলী আদালতে এ মামলা দায়ের করেন চাঁদাবাজীর ঘটনার শিকার ব্যবসায়ীর আলীমুজ্জামানের ঢাকায় চাকুরীরত ছেলে মোঃ জহিরুল ইসলাম।
মামলায় অভিযুক্তরা হলেন, বালিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান ও বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা বাবুল আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদীদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান তুহিন এবং টিটো মুন্সী।
মামলার বাদী মোঃ জহিরুল ইসলাম বলেন, গত ৩১ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডের জামালপুর-মধুখালী সড়কের ইলিশকোল এলাকায় আলীমুজ্জামানের দোকানে যেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামানের নির্দেশে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গলায় হাসুয়া ঠেকিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় হাতুরি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। লোহার রড দিয়ে কাধে পিঠে ও বুকে পিটিয়ে কাটাফাটা জখম করে। মাজায় ও দুই পায়ে আঘাত করে এবং দোকানের মালামাল ভাংচুর করে। এসময় দোকানের ক্যাশ থেকে চাঁদা নগদ ১০ হাজার টাকা গ্রহণ এবং ৩ লক্ষ টাকার মালামাল লুট ও ক্ষতি করে। তাদের মারপিটে মারাতœক আহত আলীমুজ্জামানকে পরবর্তীতে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে আসামীরা নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজবাড়ী বার এসোসিয়েশনের আইনজীবি এ্যাড. মাসুদুল আলম বলেন, মামলাটি গ্রহণ করে বিচারক রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসিকে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়