মাঝ পদ্মায় বালু শ্রমিকদের লক্ষ করে সন্ত্রাসীদের গুলি বর্ষণ, রাজবাড়ীর শ্রমিক গুলিবিদ্ধ

- Update Time : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জের মাঝামাঝি এলাকার বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিকদের লক্ষ করে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছে। সে সময় সন্ত্রাসীদের গুলিতে আনোয়ার মিয়া (৪২) নামে একজন শ্রমিক আহত হয়েছে। গুলি তার মাথায় বিদ্ধ হয়েছে। আনোয়ার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাবুশিয়া গ্রামের রফিক মিয়ার ছেলে।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ বালু শ্রমিক আনোয়ার হোসেন বলেন, পদ্মা নদীর চরজাজিরা এলাকায় তারা বালু উত্তোলনের কাজ করছিলেন। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় পাবনার নাজিরগঞ্জ এলাকার দিক থেকে একটি স্পীড বোটে ৫-৬ জন সন্ত্রাসী সেখানে আসে একং সেখানে কর্মরত শ্রমিকদের লক্ষ করে একাধিক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। যার একটি গুলি তার মাথার পিছনের অংশে লাগে। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করে। তিনি আরো বলেন, গত সপ্তাহেও সন্ত্রাসীরা পাশ্ববর্তী চরে এসে ফাঁকা গুলি করে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া কোন অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়