জেলের জালে ২৭ কেজি ওজনের বাঘাড়

- Update Time : ০৯:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ২৪৩ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রায়ই দেখা যায় রাজবাড়ীর পদ্মার বিভিন্ন অংশে বড় আকৃতির মাছ ধরা পরছে।এই মাছ গুলো নদীর হওয়ায় এবং চাহিদা থাকায় বেশি দামে বিক্রিও হয় অনায়াসে। আজও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন মাছের আড়তে ২৭ কেজি ওজনের বড় আকৃতির একটি বাঘাড় মাছ বিক্রি হয়েছে। মাছটি দৌলতদিয়া পদ্মা নদী থেকে পাবনার জেলেদের জালে ধরা পড়ে। ফেরি ঘাট এলাকার এক ব্যবসায়ী ১ হাজার ২০০ টাকা কেজি দরে সাড়ে ৩২ হাজার টাকায় কিনে নেয় মাছটি। কেজি প্রতি ৫০ টাকা লাভে বিক্রি করবেন বলে ফেরির পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছেন।
মাছ শিকারী জেলেরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনার ঢালার চর এলাকার জেলেরা পদ্মা নদীতে মাছ শিকারে নামেন। জাল ফেলে ভাসতে ভাসতে আসেন পদ্মার গোয়ালন্দের দেবগ্রাম ও দৌলতদিয়া অঞ্চলে। শুক্রবার ভোরে জেলেরা জাল গুটিয়ে নৌকায় তোলার পর দেখতে পান বড় এক বাঘাড় নাছ জালে আটকে আছে। পরে মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আসেন আব্দুল হালিমের আড়তে। এসময় নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন।
গত মাসের শেষ সপ্তাহে রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার পদ্মা নদীতেও বহরপুর এলাকার জেলে নুরাল বিশ্বাসের জালে ২৭ কেজি ওজনের আরেকটি বাঘাড় মাছ ধরা পড়ে। মাছটি তখন দৌলতদিয়া ঘাট মাছ ব্যবসায়ী কেছমত মোল্লার আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে স্থানীয় এক ব্যবসায়ী ১ হাজার ৩০০ কেজি দরে ৩৫ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে বাঘাড় মাছ আব্দুল হালিমের আড়ত ঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২০০ কেজি দরে আমি কিনে নেই। এ সময় মাছটির ওজন দিয়ে দেখি প্রায় ২৭ কেজির মতো। পরে সাড়ে ৩২ হাজার টাকা দিয়ে কিনে বিক্রির জন্যে ফেরির পন্টুনের সঙ্গে বেধে রেখেছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়