শিক্ষকরা দায়িত্ব নিয়ে পড়ালে শিক্ষার্থীরা আরো ভালো করবে-পাংশায় শিক্ষা উপমন্ত্রী নওফেল
- Update Time : ০৮:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে শিক্ষার সমস্যা নিরসন ও মান উন্নয়নে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার সকালে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালি উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষকদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের মোঃ জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডঃ খোদেজা নাসরিন আকতার হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম শফিকুল মোর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো।
মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী বলেন, শুধু শিক্ষার্থীদের উপর চাপাচাপি না করে শিক্ষকদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। শিক্ষকরা দায়িত্ব নিয়ে পড়ালে শিক্ষার্থীরা আরো ভালো করবে এবং শিক্ষার মান আরো উন্নত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়