গোয়ালন্দে স্ত্রীর ওপর অভিমান করে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

- Update Time : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর ওপর অভিমান করে স্বামী আলামিন শেখ (৩৪) গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। আলামিন রাজবাড়ী সদর উপজেলার মুকুন্দিয়া গ্রামের হোসেন শেখের ছেলে। বর্তমান তিনি বাবা-মায়ের সঙ্গে ঢাকা রায়েরবাগ এলাকায় বসবাস করেন। বর্তমানে তিনি ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানায়, তানিয়ার সঙ্গে ২০২১ সালের ডিসেম্বর মাসে আলামিনের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়। জন্মের পর ছেলে অসুস্থ হলে জন্মের একদিন পর আলামিন স্ত্রীকে রেখে শিশু সন্তানকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। একদিন পর ফোন করে স্ত্রীকে নিয়ে যায়। ২১ দিন চিকিৎসা করানোর পর শিশু সন্তানের মৃত্যু হয়। ছেলের মৃত্যু নিয়ে আলামিনের পরিবারের সঙ্গে তানিয়ার বিরোধ সৃষ্টি হয়। তানিয়াকে নির্যাতনের এক পর্যায়ে তিনি বাবার বাড়িতে চলে যান। পরে গত জানুয়ারি মাসে তানিয়া আলামিনকে বিচ্ছেদের নোটিশ পাঠান। এরপর থেকেই বিভিন্ন সময় আলামিন তানিয়ার বাড়ি এসে হুমকি দিতে থাকেন। গতকাল শুক্রবার বিকেলে আলামিন তানিয়াকে সঙ্গে করে নিতে না পেরে হুমকি দেয়। একথা বলে বাড়ি থেকে বের হয়ে পেট্রোল কিনে এনে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন স্থানীয় মাঠে খেলাধুলা করা ছেলেরা এসে আগুন নিভিয়ে আলামিনকে হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে তানিয়া আক্তার বলেন, ‘কিছুদিন আগে আলামিন নেশা করে রাতে বাড়ি এসে বিরক্ত শুরু করে। তখন আলামিনের খালার বাড়িতে খবর দিলে তারা এসে তাকে নিয়ে যান। আলামিনকে বিচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।’
আলামিনের বাবা হোসেন শেখ বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করার চেষ্টা করেছে এটা মিথ্যা। আলামিনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ছেলেকে নিয়ে আমরা এখন চিকিৎসার জন্য ঢাকায় আছি।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘এ খবর পাওয়ার পর দ্রুত পুলিশ পাঠানো হয়েছিল। যতটুকু জানতে পেরেছি মেয়ের পরিবার থেকে ছেলেকে বিচ্ছেদ নোটিশ দিয়েছে। ছেলেটি সেখানে নিজের গায়ে নিজেই পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ব্যাপারে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়