পাল্টা-পাল্টি কর্মসূচী পালন, মাঝে পুলিশ : রাজবাড়ীতে সরব আ: লীগ ও বিএনপি

- Update Time : ০৬:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ২৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি ডাঃ জোবায়েদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী রায়ের প্রতিবাদ ও সাজা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। অপরদিকে, যুবলীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে যুবলীগ। শুক্রবার বিকালে বিএনপি তাদের দলীয় কার্যালয়ে এবং যুবলীগ মাত্র দুই শত ফুট দুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে ওই কর্মসূচী পালন করে। উভয় দলের কর্মসূচী চলাকালে বিএনপি কার্যালয়ের প্রবেশ পথের সম্মুখে ছিলো পুলিশের অবস্থান। যদিও শান্তিপূর্ণ ভাবে উভয় দলই কর্মসূচী পালন করে।
জানাগেছে, শুক্রবার বিকাল ৪ টার দিকে জেলা বিএনপির একাংশের আয়োজনে দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এতে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী। সমাবেশের সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু।
এ সময় বক্তরা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়া সাজা প্রত্যাহার, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন, মিথ্যা মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, নির্যাতন-নিপিরন বন্ধ সহ আইনের সু-শাসনের দাবি করেন বক্তরা। এছাড়া হত্যা, গুম, নির্যাতন, পুলিশি হয়রানী ও সন্ত্রাসী হামলায় ভয় দেখিয়ে একদফা দাবি বাস্তবায়ন থেকে পিছু হটানো যাবে না বিএনপি কর্মীদের বলে উল্লেখ করেন নেতারা।
অপরদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে যুবলীগ। শুক্রবার বিকাল পৌনে ৫ টার দিকে রাজবাড়ীর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসানসহ য্বুলীগ নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন যুবলীগ নেতাকর্মীরা।
দ্রুত বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকরের দাবি জানান বক্তরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা। একই সাথে তারেক রহমান ও তার স্ত্রীর সাজা দ্রুত বাস্তবায়ন করারও দাবি জানান নেতারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়