রাজবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত
- Update Time : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাদক, ইভটিজিং ও সন্ত্রাস থেকে যুব সমাজকে বিরত রাখতে রাজবাড়ীতে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন। এ সময় পৌর কাউন্সিলরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দউদ্বোধনী ম্যাচে ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশের নের্তৃত্বে এ দুই ওয়ার্ড প্রতিদ্বন্দীতা করেন। টুর্ণামেন্টে পৌরসভার ৯টি ওয়ার্ড প্রতিদ্বন্দীতা করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়