রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, খোজ মেলেনি দুই দিনেও
- Update Time : ১০:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ২৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে মোঃ সিদ্দিক মিজি সোহেল (৫০) নামে একজন ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। থানায় সাধারণ ডায়রী করা হলেও গত দুই দিনেরও মেলেনি খোজ। এদিকে, সোহেলের খোজ না পেয়ে পরিবারের লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। সোহেল রাজবাড়ী সদর উপজেলার নয়নন্দিয়া গ্রামের মোঃ করিম মিজির ছেলে।
জানাগেছে, মোঃ সিদ্দিক মিজি সোহেল সাইকেল পার্স ও ফলের ব্যবসা করে। তার একমাত্র ছেলে সৌদি আরব থাকে এবং একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকালে সোহেলের বাবা করিম মিজি জানান, তার ছেলে গত ৬ জুন সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে রাজবাড়ী বাজারের ফলবাজার থেকে ব্যবসায়ীক পাওয়ানা টাকা আনতে যায়। ওই দিন রাত ১১টার দিকে সোহেল তার নিজ মোবাইল থেকে বন্ধু সাইদুর রহমানকে বলেন সদর উপজেলার বাগমারা কালার দেয়ালব্রীজ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটক করা হয়েছে। বিষয়টি ওই সময়ই সাইদুর রহমান তাদের জানান। তারা তাকে খোজা শুরু করেন। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্তও তার কোন খোজ তারা পাননি। ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যদের মাঝে আতংক বিরাজ করছে। গত বুধবার তিনি রাজবাড়ী থানায় একটি সাধারণ ডায়রিও করেছেন।
রাজবাড়ী থানার এসআই মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ডিবি পুলিশ সেহেলকে তুলে নিয়ে যায়নি। তারাও ঘটনার পর থেকে সোহেলকে খুজে বের করার চেষ্টায় আছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়