পাংশায় ছাত্রলীগ-যুবলীগের মিছিলে ককটেল হামলার মামলায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার
- Update Time : ০৪:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১৪৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে ককটেল হামলার ঘটনায় বিএনপির ৪জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৭ ডিসেম্বর) রাতে পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার ধুলিয়াট কাচারীপাড়ার হাজী মোকারম হোসেনের ছেলে বিএনপির কার্যকরী সদস্য আকরাম হোসেন সুমন, পুঁইজোর গ্রামের আঃ জলিল মন্ডলের ছেলে পাট্রা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, মাছপাড়ার আঃ আজিজ সরদারের ছেলে মাছপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক, লক্ষীপুর গ্রামের আঃ রব বিশ্বাসের ছেলে কসবামাজাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মতিন বিশ্বাস।
মামলার অভিযোগে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গত ৩ ডিসেম্বর বিকাল ৫টার সময় পাংশা উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মারুফের নেতৃত্বে ২-৩শত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি নারায়নপুর দ্বীপ এগ্রোফুড গুদামের সামনে পৌঁছালে মাগুরাডাঙ্গী মহিলা কলেজ রোডের দিক থেকে লাঠিসোটা ও ককটেল নিয়ে মিছিলের উপর হামলা চালায়। ২টি ককটেল বোমার বিস্ফোরন ঘটায়। এতে রাজিব আহত হয়। তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, বিধান কুমার বিশ্বাস, নাসির উদ্দিন, রোকন খান, লিয়াকত আলী খান, আরিফ, পেনু মেম্বার, শাহিদুল, ফজলুর রহমান ফজো, জিল্লু ওরফে জিলালসহ অজ্ঞাতনামা ১৫-২০জনকে আসামী করে মামলা দায়ের করেন চরঝিকড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে যুবলীগ কর্মী আকমল হোসেন ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, যুবলীগ-ছাত্রলীগের মিছিলে ককটেল হামলা মামলায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়