কালুখালীতে নিখোঁজ ডিবোর্সী নারীরপাট ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার
- Update Time : ১০:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ৩২৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে পাট ক্ষেত থেকে জান্নাতি বেগম (২২) নামে নিখোঁজ ডিবোর্সী এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের কাশেম বেপারীর মেয়ে।
সোমবার বিকেলে উপজেলার সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।
স্থানীয়রা বলেন, জান্নাতি বেগমের ঈদের আগে স্বামীর সাথে ডিবোর্স হয়। ঈদের পরদিন থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকেলে পাটক্ষেতে হাড়গোড় (কঙ্কাল) দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ হাড়গোড় (কঙ্কাল) উদ্ধার করেন। পরে থাকা কাপড় ও অন্যান্য সব দেখে তার পরিবারের লোকজন কঙ্কাল জান্নাতির বলে সনাক্ত করেন।
কালুখালী থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ^াস বলেন, আমি এখনো ঘটনাস্থলে আছি। কঙ্কাল উদ্ধার করা হচ্ছে। প্রাথমিক ভাবে নিখোঁজ জান্নাতির পায়ের সেন্ডেল ও কাপড় দেখে তার লাশ বলে ধারণা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়