রাজবাড়ী বাজারের বাণিবহ ও হিরালাল মিষ্টান্ন ভান্ডারকে ২২ হাজার টাকা জরিমানা

- Update Time : ০৯:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ৫৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার রাজবাড়ী বাজারের তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার বিনোদপুর ও রেল গেইট এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, রেস্টুরেন্ট, মিষ্টি ও খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
সে সময় হিরালাল মিষ্টান্ন ভান্ডার (বিনোদপুর পুলিশ ফাঁড়ি, সদর উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ১৫ হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধ এবং প্রতিশ্রুত খাদ্য পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধ) এবং বাণিবহ দধি ভান্ডার (১ নং রেল গেইট, সদর উপজেলা, জরিমানা: ৭ হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধ)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়