পদ্মা সেতু দিয়ে গাড়ী চলাচল নিয়ে বিরোধ : রাজবাড়ীতে সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা

- Update Time : ১১:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ৪৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা সেতু দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া রাজধানী ঢাকাগামী পরিবহন ও সকল রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে । শুক্রবার রাতে রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির অফিসে যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকেই গোল্ডেন পরিবহনের সাথে দ্বন্দের জেরে রাজবাড়ীর রাবেয়া পরিবহন, সুবর্ণ পরিবহন, সৌহাদ্য পরিবহন, এমএম পরিবহন সহ রাজধানী ঢাকাগামী সকল পরিবহন চলাচল বন্ধ করে দেয় রাজবাড়ী জেলা বাস মালিক সমিতি। এ কারণে ঢাকা গাবতলীতে অবস্থিত সকল কাউন্টার বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল থেকে ঢাকাগামী কোন পরিবহন রাজবাড়ী থেকে ছেড়ে যায়নি। ঢাকাগামী যাত্রী ইলিয়াছ মন্ডল বলেন, সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে এসে জানতে পারি পরিবহন বন্ধ। পরে লোকাস গাড়ীতে করে যেতে হচ্ছে।
রাজবাড়ী মুরগী ফার্ম এলাকায় গিয়ে দেখাযায়, ঢাকাগামী সকল পরিবহন কাউন্টার গুলো বন্ধ রয়েছে। তবে লোকাল গাড়ী চলাচল করছে।
রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম লিটন বলেন, রাজবাড়ীর কোন পরিবহন পদ্মা সেতু দিয়ে যেতে দেওয়া হয় না। কিন্তু গোল্ডেন লাইন কেন পদ্মা সেতু দিয়ে যাবে। এ কারণে আমরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছি। শনিবার থেকে রাজবাড়ীর সকল রুটে ঢাকাগামী পরিবহন সহ সকল প্রকার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়