রাজবাড়ী শহরের ধুনচিতে ১৫ খন্ড অবতার নিয়ে দেবিদূর্গাকে সাজাতে ব্যস্ত শিল্পী

- Update Time : ১১:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১০০ Time View

স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
আর কয়েকদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দূর্গাপুজা যা আদিকাল থেকেই পালন করে আসছে এ সম্প্রদায়ের মানুষেরা।
পূজার আর কিছুদিন বাকি এরই মধ্যে আনন্দের বাতাস বইতে শুরু করেছে সনাতন ধর্মাবলম্বী মানুষের ঘরে ঘরে।
আগামী পহেলা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে দূর্গাপুজা শুরু ও শেষ হবে ৫ অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে। এবার দূর্গা-মা আসছেন হাতিতে চরে আর যাবেন নৌকায় চরে।
১৫ খন্ড অবতার নিয়ে শারদীয় দূর্গাপুজার আয়োজন করা হয়েছে রাজবাড়ী জেলা শহরের পাশে পুরাতন হরিসভা মন্দির এলাকার ধুঞ্চী গ্রামে, এখানে মনোরম পরিবেশে এপূজা অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (২৩সেপ্টেম্বর) বিকালে ১৫ খন্ড প্রতিমার কারিগর কুমারেশ পালকে রং তুলি নিয়ে দেবি দূর্গাকে সাজাতে দেখা গেল, এসময় তার সাথে কথা বললে তিনি জানান প্রতিমা তৈরির সব কাজ এখন শুধু রংয়ের কাজ শুরু করেছি যা পূজার আগেই শেষ করতে পারবো। পারিশ্রমিক নিয়ে খুশি আছেন এই প্রতিমা শিল্পী।
অবশ্য এই পূজা মন্ডপ
কমিটির সভাপতি শ্রীকান্ত বিশ্বাস ( রাহুল) এর সাথে কথা বললে তিনি জানান গত কয়েক বছর যাবৎ এখানে ৮৬খন্ড অবতার নিয়ে দূর্গাপুজার আয়োজন করা হয় এবং খরচ হয় ৪-৫ লক্ষ টাকা। এবারও বৃহত পরিসরে পূজা করার ইচ্ছে থাকলেও বাজেট সংগ্রহে কষ্টসাধ্য হওয়ায় এবং স্থায়ীভাবে এই মন্দির প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবার ১৫ খন্ড অবতার নিয়ে দূর্গাপুজার আয়োজন করেছি, তবে বড় অনুদান পেলে আগামীতে ৮৬খন্ড অবতার নিয়ে দূর্গাপুজা করবো। তিনি আশা প্রকাশ করে বলেন এই মন্ডপে পূজা দেখার জন্য মানুষের ঢল থাকবে চোখে পড়ার মত যেহেতু শহরের আশেপাশে বৃহৎ পরিসরে দ্বিতীয়টি হচ্ছে না।
রাজবাড়ী সদর উপজেলা পুজাউৎযাপন কমিটির সভাপতি অরুন সরকারের সাথে কথা বললে তিনি জানান, প্রতি বছরের মত এবাও রাজবাড়ী জেলার পাচটি উপজেলায় মোট ৪৬১টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে আর সদর উপজেলার রয়েছে ১০৬ টি। তিনি আরো বলেন জেলা পূজা উৎযাপন কমিটির পক্ষ থেকে কিছু কিছু পূজামণ্ডপে আর্থিক সহায়তা করা হবে।
তিনি আরো জানায়, জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ৫টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছ। মন্দিরে মন্দিরে সিসি ক্যামেরা সহ থাকবে আনসার বাহিনী সদস্যরা।
এছাড়াও পুলিশ বাহিনীর সদস্যরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মন্ডপে মন্ডপে ঘুরাঘুরি করবেন।
দূর্গাপুজা উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি আঃ রব বিশ্বাসের সাথে কথা বললে তিনি জানান প্রতিবছরের ন্যয় এবাও তিনি তার রাজবাড়ী পৌরসভার একনং ওয়ার্ডের প্রতিটি পূজা মন্ডপে মন্ডপে ঘুরে ঘুরে খোজখবর নেবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়