ওয়াজেদ চৌধুরীর সহধর্মিনীর কবর জিয়ারত করলেন রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী
- Update Time : ০৮:৪৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এ্যড. আব্দুল ওয়াজেদ চৌধুরীর সহধর্মিনী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার মাতা মেহেরুন নেছা চৌধুরী (৮০) ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। তিনি শুক্রবার বিকালে মেহেরুন নেছা চৌধুরীর কবর জিয়ারত করেছেন।
সে সময় আওয়ামীলীগ নেতা হেদায়েত আলী সোহরাব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেহেরুন নেছা চৌধুরী গত ২৭ অক্টোবর রাত দেড়টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে এক ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। একই দিন দুপুর ২টায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আশরাফের বাবা আবু দাউদের কাবরও জিয়ারত করেন। সে সময় স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়