এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- Update Time : ০৬:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / ১৭৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অপূর্ব বিশ্বাস (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামের নিরোধ চন্দ্র বিশ্বাসের ছেলে ও জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে নিজ বাড়ীর ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
অপূর্ব বিশ্বাসের চাচা রুপ কুমার বিশ্বাস বলেন, রবিবার সারাদিন নামযজ্ঞানুষ্ঠানে ছিল। রাতে বাড়ী এসে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় তাকে ডাকাডাকি করলেও না উঠায় জানালা দিয়ে দেখতে পাই সে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে দেখি মারা গেছে।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, খবর পেয়ে সকালেই ওই বাড়ীতে যাই। তবে কি কারণে সে আতœহত্যা করেছে সেটা কেউ বলতে পারেনি। তবে তার বাবা অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। টেনশনেও আতœহত্যা করতে পারে। থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়