৫ লাখ টাকা দাবীর অভিযোগে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা
- Update Time : ১০:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আশ্রয়ন প্রকল্পে সরবরাহ করা ইটের টাকা চাওয়ায় ইটভাটা মালিককে মারপিট করার পর উল্টো আরো ৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টারের বিরুদ্ধে। এ অভিযোগে রাজবাড়ীর ৪ নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন, জেলার কালুখালী উপজেলার বড়কলকলিয়া গ্রামের নাদের আলী মন্ডলের ছেলে এবং বালিয়াকান্দির বারমল্লিকা এলাকায় দীর্ঘ ৫ বছর ধরে জমি লিজ নিয়ে মেসার্স রাবেয়া এন্ড বিক্স ইটভাটার স্বত্ত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন। ওই মামলায় ইউপি চেয়ারম্যান ছাড়াও আরও তিন জনকে আসামী করা হয়েছে।
ইটভাটা মালিক মোঃ নাসির উদ্দিন অভিযোগে বলেন, গত ১৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে প্রথম দফায় ইটভাটা বন্ধ করিয়া দিতে বলে এবং একই দিন রাত ১ টার দিকে ভাটার ৩ টি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ১৬ সেপ্টেম্বর আসামীরা ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। এ নিয়ে গত ১৯ সেপ্টেম্বর রাজবাড়ীর ৪ নং আমলী আদালতে মামলা দায়ের করেন। ওই মামলাটি আদালতের বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ইটভাটা মালিক মোঃ নাসির উদ্দিনের বড় ভাই নজরুল ইসলাম বলেন, তাদের ভাটা থেকে ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার ওই ইউনিয়নে সরকারী ভাবে নির্মাণ করা আশ্রয়ন প্রকল্পের জন্য ইট নেন। যে ইটের বকেয়া থাকা ৩লাখ ৫৮ হাজার ৯শত ২০ টাকা দিচ্ছেন না ইউপি চেয়ারম্যান। ওই টাকা চাওয়ায় তাকে প্রকাশ্য মারপিট করেছে চেয়ারম্যান আহম্মদ আলী। এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর তারা বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পর গত মঙ্গলবার চেয়ারম্যান আহম্মদ আলীকে তার কার্যালয়ে শুনানীর জন্য ডাকেন। তবে আহম্মদ আলী ইউএনও অফিসে আর যান নি।
বুধবার বিকালে ইসলামপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার জানিয়েছেন, তার কাছে আশ্রয়ন প্রকল্পে ইট সরবরাহ করার কোন টাকা ভাটা মালিক পান না এবং তিনি কাউকে মারপিটও করেন নি, চাঁদাও দাবী করেন নি। তাছাড়া ইউএনও’র কাছে তাকে নিয়ে কোন অভিযোগ করা হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়