রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬
- Update Time : ০৯:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ৪০ Time View
স্বপন বিশ্বাস,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের সদস্যদের অভিযানে বিভিন্ন মামলার ৬ জন পলাতক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ওই অভিযানে এসআই মোঃ আব্দুল কাদের মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার ,এফআইআর নং-৪৫, তারিখ- ২৯ অক্টোবর, ২০২২; ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/ ৩৭৯/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড এর আসামী মোঃ আরিফ শেখ (৩০), পিতা-মোঃ ওহাব আলী শেখ, সাং-বিলনয়াবাদ, থানা ও জেলা-রাজবাড়ী, এএসআই(নিরস্ত্র)/মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার ,এফআইআর নং-৪৬, তারিখ- ২৯ অক্টোবর, ২০২২; ধারা- ৩৬(৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর আসামী দীপক কুমার সাহা(৪৫), পিতা-দীলিপ কুমার সাহা , গ্রাম- খানগঞ্জ (১নং ওয়ার্ড) , উপজেলা/থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী, অসিত দাস(৩০), পিতা-মৃত অনিল দাস , গ্রাম- দাদপুর, উপজেলা/থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী, ইসমাইল হোসেন(৩২), পিতা-মৃত শহিদুল ইসলাম , গ্রাম- হরিহরপুর , উপজেলা/থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী, এসআই (নিঃ)/ মুন্সী কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অর্থ ঋণ জারী ১৮/১৮ এর আসামী মোঃ নুরু মোল্লা, পিতা-মৃত মোকছেদ মোল্লা, সাং-সুলতানপুর, পোঃ খলিলপুর,থানা ও জেলা-রাজবাড়ী, এএসআই (নিঃ)/ হিমায়েত হোসেন সঙ্গীয় ফের্সসহ জিআর-৮১/২০, দায়রা-২৭৪/২১ এর আসামী মোঃ আক্কাস মোল্লা, পিতা- মোঃ হোসেন মোল্লা, সাং-ডিগ্রীরচর চাঁদপুর (আলিমুদ্দিনপাড়া) থানা ও জেলা-রাজবাড়ীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের রবিবার আদালতে প্রেরণ করা হইল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়