শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এমপি কাজী কেরামত আলী’র বাণী

- Update Time : ০৮:২২:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মানবতাই সকল ধর্মের শাশ্বত বাণী। ধর্ম মানুষকে সত্য ও কল্যাণের পথে আহ্বান করে, অন্যায় থেকে দূরে রাখে এবং শান্তির পথ দেখায়। সনাতনও তেমনি। এ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এ বছরেও রাজবাড়ী জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় দূর্গাপূজা উদযাপতি হচ্ছে।
সমাজে অন্যায়, অবিচার ও সস্ত্রাসরূপী অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে শারদীয় দূর্গাপূজা উদযাপন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রাণের এ দূর্গোৎসব উৎসব মুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে আবহমানকাল ধরে পালিত হয়ে আসছে। কালের পরিক্রমায় এ উৎসব হয়ে উঠেছে আরও বর্ণিল ও সার্বজনীন। দূর্গাপূজার সাথে মিশে আছে বাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতি।
শারদীয় দূর্গাপূজায় ঐক্য, সৌহার্দ, ন্যায় ও সম্প্রীতির শক্তিকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর নেতৃত্বে সম্মিলিতভাবে কাজ করব- এ আমাদের দৃঢ় প্রত্যয়। বিজয় দশমীর প্রাক্কালে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা।
কাজী কেরামত আলী
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও
জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী-১ আসন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়