রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
- Update Time : ১০:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজবাড়ীতে বিএনপির জেলা জনসভা আহবান করা হয়। ওই জনসভাকে কেন্দ্র করে বিএনপি’র সাবেক এমপি আলী নেওয়াজ খৈয়ম গ্রুপের সাথে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সে সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি ফাঁকা গুলি বর্ষণ ও দশের অধিক বিএনপির নারী ও পুরুষ নেতা-কর্মীকে আটক করে।
শনিবার বেলা ১২টার দিকে বিএনপির সাবেক এমপি খৈয়মের বাড়ীর পাশে রাজবাড়ী জেলা শহরের সরকারী আদর্শ মহিলা কলেজ সংলগ্ন বকুল তলা এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় শতাধিক মোটরসাইকেল আরোহি যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে সরকারী আদর্শ মহিলা কলেজ সংলগ্ন বকুল তলা এলাকায় আসে। তারা পুলিশের বেড়িকেট উপেক্ষা করে বকুল তলায় মোটরসাইকেল রেখে সম্মিলিত ভাবে সাবেক এমপি খৈয়মের বাড়ীতে অবস্থানরত নেতা-কর্মীদের ধাওয়া করে। জবাবে বিএনপি নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে পিছু হটে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। পরে বিএনপি নেতাকর্মীরা বকুল তলায় এসে বেশ বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। এর পর পরই সাবেক এমপি ও সাবেক জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নের্তৃত্বে একটি মিছিল তার বাড়ী থেকে বের হয়ে শহরের দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। পথে রাজবাড়ী পৌরসভার সামনে আসতেই পুলিশ লাঠি চার্জ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন নারী ও পুরুষ বিএনপির নেতাকর্মীকে আটক করে পুলিশ। নেতা কর্মীদের গ্রেপ্তারের সময় খৈয়ম স্বেচ্ছায় পুলিশ পিকআপে উঠার চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে তিনি অন্যান্য নেতাকর্মীদের নিয়ে তিনি পুনরায় তার বাসায় ফিরে যান এবং তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে সেখানে বক্তৃতা দেন। এর কিছু সময় পর পুলিশ খৈয়মের বাসায় অবস্থানরত নেতাকর্মীদের চলে যেতে বলে। তবে তারা না গিয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
সাবেক এমপি ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, তাদের শান্তিপূর্ণ সমাবেশে যোগদানকে বাঁধা গ্রস্থ করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সাথে অন্যায় ভাবে পুলিশ তাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তিনি আটককৃত নেতা কর্মীদের মুক্তির দাবী জানান।
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বিএনপি আবার দেশটা অস্থিতিশীল করতে পায়তারা করছে। তারা ধ্বংসের আন্দোলন শুরু করেছে। আমাদের নেতাকর্মীদের কর্মসুচীতে আসতে বাধা প্রদান করেছে। মারপিট করেছে, মোটর সাইকেল ভাংচুর করেছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানান তিনি।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু জানিয়েছেন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামীগ কার্যালয়ে অবস্থান কর্মসূচী ও সমাবেশের আয়োজন করেন তারা। শনিবার ১২টার দিকে তাদের নেতা কর্মীরা বিএনপির সাবেক এমপি খৈয়মের বাড়ীর সামনে দিয়ে আসার সময় সন্ত্রাসীরা হামলা চালায় এবং তাদের নেতা কর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। তিনি এ হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি বর্ষণ করার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়