রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরের পরিস্থিতি মোকাবেলায় দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান
- Update Time : ০৭:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৮৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ডেঙ্গু জ্বরের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক, রাজবাড়ীর সিভিল সার্জন ও রাজবাড়ী পৌরসভার মেয়র বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা: পূর্ণিমা দত্ত এবং সাধারন সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। রাজবাড়ী জেলাও ঝঁকিমুক্ত নয়।
রাজবাড়ী জেলায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, নিয়মিত ভাবে রাস্তার আশেপাশের নর্দমা পরিস্কার নাকরা, বসতবাড়ীর অভ্যন্তরে ও নির্মানাধীন ভবনে পানি জমে থাকায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। আমরা আশঙ্কা করছি যে, সাধারণ মশার সাথে এডিসমশা ও বংশ বিস্তার করেছে। এমতাবস্থায় রাজবাড়ীবাসী আতঙ্কগ্রস্থ। ইতিমধ্যে কয়েকজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পর্যন্তও যেতে হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে বেশ কিছু দাবী তুলে ধরা হয়েছে।
দাবী গুলো হলো, নিয়মিত ভাবে রাস্তার আশেপাশের নর্দমা পরিষ্কার করতে হবে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা ও তা সঠিক সময়ে অপসারণের ব্যবস্থা করতে হবে। সুপরিকল্পিতভাবে মশা নিধন কার্যক্রম চালাতে হবে। নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় হাসপাতালে ডেঙ্গু জ্বরের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়