প্রচন্ড গরম, সাথে ভয়াবহ লোডশেডিং : চরম ভোগান্তিতে রাজবাড়ী বাসি
- Update Time : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ২৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
তীব্র দাবদাহ, প্রচন্ড গরম ও ভয়াবহ লোডশেডিং-এর কারণে চরম ভোগান্তি ও দূর্ভোগের স্বীকার হচ্ছেন রাজবাড়ী বাসি। লোডশোডিং বৃদ্ধির কারণ সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে। সে কারণে লোডশোডিং বৃদ্ধি পেয়েছে।
জেলা শহরের শ্রীপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, গত শনিবার দিন ও রাতভর ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করা হয়েছে। এমনি কি ভোর রাতে সেহরির সময়ও বিদ্যুৎ বিহীন ছিলো রাজবাড়ী শহরবাসি। একেতো বিদ্যুৎ নেই, তার উপর প্রচন্ড গরমে নাকাল অবস্থা। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের নিয়ে ভয়াবহ অবস্থার স্বীকার হচ্ছে।
ওজোপাডিকো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র গত চার দিন ধরে বন্ধ। ফলে জেলার চাহিদা ৭০ মেগাওয়ার্ড হলেও বর্তমানে পাচ্ছেন তারা ৫০ মেগাওয়ার্ড। ঘাটতি ২০ মেগাওয়ার্ড থাকায় তাদেরকে লোডশেডিং করতে হচ্ছে। তবে কবে নাগাদ লোডশেডিং বন্ধ হবে তা তিনি জানাতে পারেন নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়