রাজবাড়ীর ভাড়া বাসা থেকে মাদক ‘আইস’ সহ ফরিদপুরের রাব্বি গ্রেপ্তার
- Update Time : ০৮:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১৩২ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এই প্রথম মাদক আইস সহ এ কে এম ফজলে রাব্বি (৩১) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম।
তিনি ফরিদপুর কোতয়ালী থানার পশ্চিম পশরা গ্রামের মোঃ মাইনুদ্দিন মোল্লার ছেলে ও বর্তমান ঠিকানা রাজবাড়ী সজ্জনকান্দা বড় মসজিদের পিছনে কাজী আলাউদ্দিনের পঞ্চম তলা ৩ ইউনিট বিশিষ্ট ফ্ল্যাটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া।
রবিবার (২৬ মার্চ) দুপুর ১২ টা থেকে ১৩ টা পর্যন্ত রাজবাড়ী সজ্জনকান্দা বড় মসজিদের পিছনে কাজী আলাউদ্দিনের পঞ্চম তলা ৩ ইউনিট বিশিষ্ট ফ্ল্যাটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, অভিযান চালিয়ে এ কে এম ফজলে রাব্বির দখলকৃত ফ্ল্যাট থেকে ১৪ গ্রাম আইস উদ্ধার সহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়