পাংশায় স্কুল শিক্ষক মিজানুর রহমান হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার
- Update Time : ০৯:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক ও তথ্য বিজ্ঞান) মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ অসিত কুমার প্রামানিক (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে। অসিত পাংশা উপজেলার কলিমহর ইউপির বসা কুষ্টিয়া গ্রামের কাঙ্গাল নাথ প্রামানিকের ছেলে।
মঙ্গলবার রাতে পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পাংশা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা দিপঙ্কর কুমার বিশ্বাস অভিযান চালিয়ে অসিত কুমার প্রামানিক (৫২) নামে এজাহার নামীয় একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। দ্রুতই হত্যার রহস্য উদঘাটন ও অন্যান্য আসামীরা গ্রেপ্তার হবে।
সোমবার দুপুরে প্রিয় কর্মস্থল পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম নামাজে জানাযা ও পরে নিজ গ্রামের জানাযার নামাজ শেষে দাফন করা হবে।
উল্লেখ্য, রবিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার কালিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের পাকা রাস্তার উপর পাংশা বালিকা বিদ্যালয়ের লাইব্রেরীয়ান ও পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে মিজানুর রহমান মুকু (৪৭) কে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি হোসেনডাঙ্গা বাজারের সারের দোকানে দিনভর হালখাতার কার্যক্রম শেষ করে রাতে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে আধা কিলো মিটার দুরে পৌছতেই দূর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কানের পাশে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই মিজানুর রহমান মুকু মারা যান। এঘটনায় মিজানুর রহমানের স্ত্রী পারুল খাতুন বাদী হয়ে অসিত কুমার প্রামানিককে প্রধান আসামী করে অজ্ঞাত ৮-১০ জনকে আসামী করে পাংশা থানায় মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়