রাজবাড়ী জেলা শহরে ‘হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার’-এর উদ্বোধন

- Update Time : ১০:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ৭০ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সঠিক রোগ নির্নয়, সু-চিকিৎসা ও সুস্থতায় পাশে আছি আমরা সবসময় এই কথাগুলো পুজি করে রাজবাড়ীতে হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে প্রধান অতিথি হিসাবে এ ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু।
হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা পাবালিক হেলথ এলাকার প্রধান সড়কের পাশে অবস্থিত।
ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান বিপ্লব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডায়াগনষ্টিক সেন্টারের উপদেষ্টামন্ডলীর সদস্য ও আবুল হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, সদস্য এবিএম আলমগীর মিয়া, পৌরসভার প্যানেল মেয়র নির্মল কৃষ্ন চক্রবর্তী, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল ইসলাম তুহিন।
কাজী রিফাত পরিচালনায় ডায়াগনষ্টিক সেন্টারের লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল হাসান রাজ্জাক।
এ সময় ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক শেখ ফরিদ আহমেদ, আব্দুল আওয়াল, মোঃ সরোয়ার হোসেন জিতু সহ অনেকে উপস্থিত ছিলেন।
জানাগেছে, ২০২২ সালের প্রথম দিকে হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরীক্ষামূলক যাত্রা শুরু হলেও সরকারী রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়ে এবং সকল নিয়মকানুন মেনে আজ উদ্ভোধন করা হলো। দুইজন টেকনোলজিষ্ট দ্বারা আধুনিক যন্ত্রপাতি ও উচ্চমামেন মেশিনপত্রের মাধ্যমে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা রয়েছে। এছাড়া রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়