দায় এড়াতে ৩ দিন পর রাজবাড়ীতে শিক্ষা মেলা ও উপকরণ প্রদর্শন, নেই শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থী

- Update Time : ১০:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- / ২০৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। তবে এ জাতীয় দিবস রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিস পালন করেনি বরং উদ্ধর্তন কর্তৃপক্ষের চোখ ফাঁকি সুকৌশলে নিজেকে রক্ষা করতে তুঘলকি কারবার করেছেন জেলা শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল।
বঙ্গবন্ধুর জন্মদিন পালন না করে তিনি তার দায় এড়াতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় ঘোষিত তারিখের তিন দিন পর আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে রাজবাড়ীতে আয়োজন করা হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। যদিও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১২ থেকে ১৪ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী শিক্ষা মেলা ও উপকরণ প্রদর্শনীর নির্দেশনা থাকলেও অদৃশ্য কারণে রাজবাড়ীর সরকারী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শাখায় এ আয়োজন করা হয়েছে। সেখানে জেলার পাঁচ উপজেলা থেকে শিক্ষা উপকরণ নিয়ে প্রদর্শনের জন্য হাতে গোনা কয়েক জন শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা আসলেও মেলায় ছিলোনা অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, দর্শনার্থী ও সুধিজন। মাত্র আয়োজক স্কুলের হাতে গোনা কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এসেছিলেন কিছু অভিভাবক। তবে দুপুরের পর ওই আয়োজনটুকুও আর ছিলো না।
অপর দিকে, দায়সারা এই অভিনব কান্ড থেকে নিজেকে রক্ষা করতে ছিলেন না তিনি জেলায়। দুর থেকে মুঠো ফোনে তরিঘড়ি করে মেলা আয়োজনের নির্দেশনা দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বলে জানাগেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল মাত্র ৬ মাস পূর্বে রাজবাড়ীতে বদলী হয়ে আসেন। এর পর থেকে মহা বিপদে পরেন, জেলায় কর্মরত শিক্ষকরা। অহীন্দ্র কুমার মন্ডল শিক্ষকদের ছুটি মঞ্জুর, বদলী, পদায়ন, পেনশন, বেতন ও ভাতা পাশ করাতে দুই হাতে উৎকোচ গ্রহণ করছেন। তিনি রাজবাড়ী যোগদানের পর পরই জেলা শিক্ষা অফিসের নিচ তলা থেকে দ্বিতীয় তলায় তার অফিস কক্ষ স্থানান্তর করেন। যদিও এতে কোন শিক্ষকের দ্বিমত ছিলো না, তবে অহীন্দ্র কুমার মন্ডল নিজ অফিস রুমের উল্টা পাশে এক রুমের একটি কক্ষকে তিনি ব্যক্তিগত আরেকটি অফিস রুম হিসেবে ব্যবহার শুরু করেন। যেখনে বসে তিনি তার সকল ধরণের অপকর্ম গুলো সাড়ছেন নিবিঘেœ।
তিন দিন পর মেলা প্রাঙ্গনে রাজবাড়ীর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম তৈফিকুর রহমান উপস্থিত থাকলেও এই মেলা সম্পর্কে ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি হন নাই।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল রাজবাড়ীর বাইরে থাকায় তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
এ প্রসঙ্গে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ এবছর রাজবাড়ীতে পালন করা হয়নি। শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ওই জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা বিষয়টি তার জানা নেই। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনের জন্য বিভাগ, জেলা, উপজেলা ও বিদ্যালয় পর্যায়ে তিন দিনের কর্মসূচি প্রণয়ন করে প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় গত ২ মার্চ তারিখে। তিন দিনের কর্মসূচির মধ্যে ছিল ১২ মার্চ দপ্তর এবং প্রতিষ্ঠানসমূহে ব্যানার ও পোস্টার দ্বারা সজ্জিতকরণ। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠান মাল্টিমিডিয়ার মাধ্যমে পিটিআই বা জেলা সদরের স্থানে সুবিধাজনক স্থানে সরাসরি সম্প্রচার। ১৩ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ এর প্রতিপাদ্য বিষয়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা সভা এবং ১৪ মার্চ শিক্ষা মেলা, উপকরণ প্রদর্শনী, শিক্ষামূলক সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়