গোয়ালন্দে মাদক বিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
- Update Time : ১০:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ৫৪ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় সুপ্রভাত গোয়ালন্দ ফুটবল একাডেমি বনাম দৌলতদিয়া ফুটবল একাদশ অংশ নেয়। সুপ্রভাত গোয়ালন্দ ফুটবল একাডেমির অ্যাডমিন মোঃ রেজাউল মুন্সি খেলাটির আয়োজন করেন।খেলায় দৌলতদিয়া ফুটবল একাদশ ৫-২ গোলে জয়লাভ করে।
বিজয়ী দলের মাসুদ ২টি,রাকিব ২ টি এবং ফেলু ১ টি গোল করেন।সুপ্রভাত গোয়ালন্দ ফুটবল একাডেমির হয়ে ২ টি গোল করেন মোঃ সজিব।
ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান ও যুগান্তর স্বজন সমাবেশের গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি সাংবাদিক শামীম শেখ ও যুগান্তর স্বজন সমাবেশ এর গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান মন্জু।
খেলা প্রসঙ্গে সু-প্রভাত গোয়ালন্দ ফুটবল একাডেমির অ্যাডমিন মোঃ রেজাউল মুন্সি বলেন, মাদক হতে দুরে রাখা, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিয়মিত ভোরে ওঠার অভ্যাস গড়ে তুলতে তারা স্হানীয় সমমনাদের নিয়ে ২০১৫ সালে এ সংগঠনটি গড়ে তোলে। সংগঠনের সদস্যরা প্রতিদিন ভোর ৬ টায় নিয়মিত সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এসে ফুটবল খেলা ও শারিরীক ব্যায়ামে অংশ নেন। পাশাপাশি অন্যান্য এলাকায় খেলোয়াড়দের সাথে সম্প্রীতি বাড়াতে মাঝেমধ্যে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়ে থাকে। যেখানে মাদক বিরোধী স্রোগানকে প্রাধান্য দেয়া হয়ে থাকে।আজকের ম্যাচটিও তেমনই একটা প্রীতি ম্যাচ ছিল। এখানে জয়-পরাজয় মূখ্য নয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়