সাংবাদিক নাদিমের খুনিদের ফাঁসির দাবিতে গোয়ালন্দে বিক্ষোভ ও মানববন্ধন
- Update Time : ০৪:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবীতে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে।
রবিবার (১৮ জুন) বেলা ১১টা থেকে রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) উদয় দাস, সাবেক সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি গণেশ চন্দ্র পাল, বৈশাখী টেলিভিশন ও সমকাল প্রতিনিধি আজু সিকদার, সিনিয়র সহ সভাপতি ও মোহনা টেলিভিশন এর প্রতিনিধি মো. আবুল হোসেন মোল্লা, সংবাদ এর প্রতিনিধি শেখ রাজীব, কোষাধ্যক্ষ ও যায়যায়দিন প্রতিনিধি কুদ্দুসউল আলম, যুগান্তর প্রতিনিধি মো. শামীম শেখ, ইত্তেফাক প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি মো. কামাল হোসেন, দৈনিক ভোরের আকাশ ও দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, ডেইলি অবজারভার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি মঈনুল হক মৃধা, দেশ রুপান্তর প্রতিনিধি সরোয়ার মিরাজ, দৈনিক গণ বার্তা’র মো. ফিরোজ আহমেদ, নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, কালবেলা প্রতিনিধি রাকিব সহ জেলার কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই হত্যাকান্ডের মূলহোতা বাবু চেয়ারম্যান ও তার ছেলে সহ অন্যান্যদের ফাঁসির দাবি জানানো হয় এবং সংশ্লিষ্ট থানার ওসি ও এসপি’র দায়িত্বে অবহেলার জন্য প্রত্যাহারের দাবি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়